পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চে গুলিবিদ্ধ হওয়ার পর প্রথম ভাষণে পাকিস্তানের তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তাকে হত্যার ষড়যন্ত্রের কথা তিনি আগে থেকেই জানতেন।
“আগের দিনই জেনেছিলাম তারা আমাকে হয় ওয়াজিরাবাদ নয়তো গুজরাটে হত্যার পরিকল্পনা করছে,” শুক্রবার তিনি এমনটাই বলেছেন বলে জানিয়েছে ডন।
চার ব্যক্তি তাকে হত্যার ষড়যন্ত্রে জড়িত বলেও অভিযোগ করেন ইমরান।
এর আগে ইমরান তাকে হত্যাচেষ্টায় তিনজনকে দায়ী করেন বলে পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল। বলা হয়েছিল, এই তিনজন হলেন- প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআইর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল।