চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে ট্যাবলেট ও ক্রোমবুক পিসি বিক্রি হয়েছে ১০ কোটি ৫৬ লাখ ইউনিট। ২০২১ সালের একই প্রান্তিকের তুলনায় বিক্রি ১৪ শতাংশ কমেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ট্যাবলেট পিসি বিক্রি ৬ শতাংশ কমে ৩ কোটি ৫৩ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। এছাড়া ক্রোমবুক বিক্রি ২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪২ লাখ ইউনিট। ২০১৯ সালের পর ক্রোমবুক পিসি বিক্রিতে সর্বোচ্চ পতন হয়েছে। প্রযুক্তিবাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিসের সর্বশেষ এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
দ্বিতীয় প্রান্তিকে ট্যাবলেট পিসি বিক্রি ১১ শতাংশ কমার পর তৃতীয় প্রান্তিকেও কমেছে। আইপ্যাড বিক্রি কমলেও ট্যাব বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আইপ্যাড বিক্রি ১২ শতাংশ কমে ১ কোটি ৩৪ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্যামসাংয়ের ট্যাব বিক্রি হয়েছে ৬৬ লাখ ইউনিট। দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটির ট্যাব বিক্রি বছরওয়ারি কমেছে ৮ শতাংশ। শীর্ষ তিন ট্যাব বিক্রেতার মধ্যে শুধু অ্যামাজনের বিক্রি বেড়েছে। ক্যানালিসের প্রতিবেদন অনুযায়ী, জেফ বেজোস প্রতিষ্ঠিত কোম্পানিটির ট্যাব বিক্রি ১৮ শতাংশ বেড়ে ৩২ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। প্রাইম ডেতে ফায়ার ট্যাবলেটে বড় অংকের ডিসকাউন্টের মাধ্যমে বাজার সম্প্রসারণ অব্যাহত রয়েছে অ্যামাজনের। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা লেনোভো ও হুয়াওয়ের বিক্রি কমেছে যথাক্রমে ৩৭ ও ৪১ শতাংশ।