ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির মাঠে এসেছিলেন ইমরান খান। এরপর হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তবে অনাস্থা ভোটে হেরে গত এপ্রিলে ক্ষমতা থেকে বিদায় নেন তিনি। এর পর থেকে ক্ষমতায় ফেরার লড়াই জারি রেখেছিলেন। আগাম নির্বাচনের দাবিতে হওয়া লংমার্চে বৃহস্পতিবার গুলিবিদ্ধ হলেন তিনি। এ হামলার প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের নেতারা দাবি করেছেন, ইমরান খানকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। এ হামলা প্রসঙ্গে ইমরানের দলের নেতা ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, হামলায় ছয়জন আহত হয়েছেন।
নিহত হয়েছেন পিটিআই দলের এক সমর্থক। তিনি বলেন, পিটিআইয়ের নেতৃত্ব শেষ করে দিতে এ হামলা চালানো হয়েছে।