ডিএসইতে দর হারিয়েছে অধিকাংশ শেয়ার, সূচকেও পতন

সমকাল প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ১২:৫২

ত্রুটি সারিয়ে লেনদেন শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে। আজ সকাল ১১টায় দিনের লেনদেন শুরু হয়। যদিও অন্যান্য দিনের মত আজ সকাল সাড়ে ৯টায় দিনের লেনদেন শুরুর কথা ছিল।


বিলম্বে লেনদেন শুরু হওয়ায় স্বাভাবিক লেনদেন শেষ হওয়ার সময়ও কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য দিন স্বাভাবিক লেনদেন শেষ হয় দুপুর ১টা ৫০ মিনিটে। আজ তা শেষ হবে দুপুর আড়াইটায়। তাছাড়া ক্লোজিং সেশনের লেনদেন চলবে আরও ৫ মিনিট। 


এদিকে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ৩১৪ শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেনে এসেছে। এর মধ্যে ৫৭টি দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে। বাকিগুলোর মধ্যে ৮৫টি দর হারিয়ে এবং ১৭২টি দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হচ্ছে।


দুপুর ১২টায় অধিকাংশ শেয়ার দর হারিয়ে কেনাবেচা হওয়ার প্রেক্ষাপটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট হারিয়ে ৬৩৪১পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।


প্রথম ঘণ্টা পর্যন্ত এ বাজারে ৩৪৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ফের শেয়ারবাজারে বড় দরপতন

জাগো নিউজ ২৪ | ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
৮ মাস, ৩ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us