যোগাযোগ বিচ্ছিন্ন রংপুরে বিপাকে জনসাধারণ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ১৫:১৯

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে ডাকা বাস ধর্মঘটের দ্বিতীয় দিনেও সড়কে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।


শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলবে সমাবেশের দিন শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। ধর্মঘটের কারণে রংপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।


মহাসড়কে নছিমন-করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রংপুর জেলা মোটর মালিক সমিতি ধর্মঘট ডাকার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।


রংপুরে ধর্মঘট হলেও নিরাপত্তার কারণ দেখিয়ে রাজশাহী ও বগুড়াসহ আশপাশের জেলাগুলো থেকেও ছাড়ছে না এই রুটের বাস। পরিবহন বন্ধ থাকায় মালামাল নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। বিকল্প উপায়ে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন অনেকে; তাতে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।




শনিবার বেলা ১১টায় মর্ডান মোড়ে বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমের কথা হয় কুড়িগ্রাম থেকে আসা পোশাক শ্রমিক আয়শা আক্তার রানির সঙ্গে। কোথায় যাবেন জানতে চাইলে তিনি বলেন, “আমি ঢাকায় একটি গার্মেন্সে কাজ করি। কয়েকদিন আগে বাড়িতে বেড়াতে আসছিলাম। কালকে অফিসে জয়েন করতেই হবে, না হলে আর কাজে যেতে পারব না। তাই কুড়িগ্রাম থেকে অটোরিকশায় মর্ডান মোড়ে আসলাম ভাই, দেখি এখান থেকে কিভাবে ঢাকায় যেতে পারি।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us