সহায়ক আয়ের অনেক পথ

আজকের পত্রিকা প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ১২:২৮

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে যদি আপনাকে কেউ বলে, পেশার পাশাপাশি কম সময় দিয়ে বা একবার ইনভেস্ট করলে বাড়তি অর্থ আয় করা সম্ভব। আপনি নিশ্চয় ভাববেন, আপনার সঙ্গে মজা করা হচ্ছে। আসলে তা নয়। তথ্যপ্রযুক্তির এই যুগে প্যাসিভ ইনকামের সুযোগ আসলেই আছে।


সহায়ক আয়ের অনেক উপায়


অনলাইনে ডিজাইন বিক্রয়


আপনি যদি গ্রাফিকস ডিজাইনে দক্ষ হয়ে থাকেন, তবে আপনি মাইক্রো স্টক সাইটগুলোতে অ্যাকাউন্ট তৈরি করে সহায়ক আয় বা প্যাসিভ ইনকাম শুরু করতে পারেন। 


স্টক ইমেজ সেল


আপনি যদি ফটোগ্রাফার হয়ে থাকেন, তবে মূল পেশার পাশাপাশি আপনার স্টক ইমেজ সেল করতে পারেন। এর জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে।


বিনিয়োগ করা


প্যাসিভ ইনকামের সবচেয়ে জনপ্রিয় উপায় হলো লাভজনক কোনো মাধ্যমে ইনভেস্ট বা বিনিয়োগ করা। তবে বিনিয়োগ করার আগে সেই প্রতিষ্ঠান সম্পর্কে সম্যক ধারণা রাখার পাশাপাশি লাভ ও ক্ষতির মানদণ্ড বিবেচনা করতে হবে। এ জন্য কোনো ইনভেস্টমেন্ট এক্সপার্টের সাহায্য নিতে পারেন।


অ্যাফিলিয়েট মার্কেটিং


কমিশনের বদলে অন্যের প্রোডাক্ট প্রোমোট করে সেল করাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। বর্তমান বিশ্বের জনপ্রিয় অনলাইন প্যাসিভ ইনকামের উৎস হলো অ্যাফিলিয়েট মার্কেটিং।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us