ফিলিপাইনে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ফলে ২৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার ১০টা ৫৯ মিনিটে ডোলোরেসের শহরের কাছে, রাজধানী ম্যানিলা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের তীব্রতা বেশি অনুভূত। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে এসব তথ্য। প্রবল ভূ-কম্পনের কারণে কেঁপে উঠে বিভিন্ন শহরের নানা স্থাপনা।
দেশটির পুলিশ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের নিজ প্রদেশ ইলোকোস নর্তেতে কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন। এদিকে, ভূমিকম্পে ক্ষতির কারণে বুধবার রাজধানী শহর লাওয়াগের আন্তর্জাতিক বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।