ঋষির হাতে যুক্তরাজ্য, পারবেন ত্রাতা হতে?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১৭:২৪

তীব্র জ্বালানি সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির জেরে দিশাহীন যুক্তরাজ্যের অর্থনীতি, সঙ্গে সামাল দিতে হবে চরম বিভক্ত ও গভীরভাবে আস্থাহীন হয়ে পড়া একটি দলকে। একইসঙ্গে বড় এই দুই সংকট মোকাবেলা করে ঋষি সুনাক কী হয়ে উঠতে পারবেন যুক্তরাজ্যের ত্রাতা?


সিএনএন লিখেছে, ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে এরই মধ্যে একাধিক রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন যুক্তরাজ্যের সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক। গত জুলাই মাস থেকেই যিনি যুক্তরাজ্যের রাজনীতিতে আলোচিত চরিত্র হয়ে ওঠেন।


গত ৫ জুলাই হঠাৎ করেই চ্যান্সেলরের (ব্রিটিশ অর্থমন্ত্রী) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সুনাক। তার পরপরই ওই সময়ের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগের ঘোষণা আসে। ব্যক্তিগত নানা কেলেঙ্কারিতে নাজুক অবস্থায় থাকা বরিস জনসনের প্রধানমন্ত্রীত্বে শেষ ধাক্কা হিসেবে দেখা হয় গুরুত্বপূর্ণ ওই দুই মন্ত্রীর পদত্যাগকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us