মানিকগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪

সমকাল প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১৪:৪৫

মানিকগঞ্জের একটি বাসায় তিতাস লাইনের গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনসহ চারজন দগ্ধ হয়েছেন। পৌরসভার ২ নং ওয়ার্ডের নারাঙ্গাইল এলাকায় মঙ্গলবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


দগ্ধরা হলেন-রাশেদ মিয়া (৩৮), সোনিয়া আক্তার (২৫), রিফাত হোসেন (০৩) এবং ফারুক মিয়া (৩৭)। এদের মধ্যে ফারুক  মিয়াকে  মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে এবং অন্যদের ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


মানিকগঞ্জ ফায়ার স্টেশনের লিডার বশির উদ্দিন জানান, রাশেদ নারাঙ্গাইল এলাকায় একটি ৫ম তলা বাসায় নীচ তলায় ভাড়া থাকেন। সোমবার রাতে বাসার দরজা জানালা বন্ধ করে ও গ্যাসের বার্নার খোলা রেখে ঘুমিয়ে পড়েন। এতে সারা রাত গ্যাসের লাইন চালু থাকায় ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোরের দিকে আগুনের সংস্পর্শে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরের জানালা এবং একটি পার্টিশন ওয়াল ভেঙ্গে পড়ে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us