হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আগামী তিন বছরের মধ্যে দেশে মোট ১৩টি সিনেমা হল নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার রাজধানীর মহাখালীর এস কে এস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও লিমিটেড আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা জানান।
‘সেলিব্রেটিং জার্নি অফ আ ফিল্ম ডিরেক্টর অ্যান্ড এক্সক্লুসিভ শো অব অপারেশন সুন্দরবন’ শিরোনামের ওই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “সিনেমা প্রদর্শনের জন্য বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ থেকে বাংলাদেশে ১৩টি সিনেমা হল বানানো হচ্ছে। এই বছরের মধ্যে রাজশাহীতে একটি সিনেপ্লেক্স উদ্বোধন করা হবে। আর বাকি ১২টা ২০২৫ সালের মধ্যে নির্মাণ করা হবে।”
দেশে চলচ্চিত্র বিকাশের প্রশংসা করে পলক বলেন, “বাংলাদেশের তরুণ-তরুণীরা ও দামাল ছেলে-মেয়েরা চলচ্চিত্র অঙ্গন কাঁপাচ্ছে। তারা পুরো বাংলাদেশকে বিশ্বাঙ্গনে নিয়ে যাচ্ছে, যা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়। চলচ্চিত্র হচ্ছে সমাজ পরিবর্তনের শক্তিশালী একটি মাধ্যম।…।“