নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে উন্নয়ন ত্বরান্বিত হয়েছে: স্পিকার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ১৫:৫৩

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ বিশ্বে আজ অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল। অর্থনীতিবিদরা এ উন্নয়নের অনেকগুলো কারণ জানিয়েছেন, যার মধ্যে অন্যতম তৃণমূলের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। নারীদের এ অর্থনৈতিক ক্ষমতায়নেই বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করেছে। তিনি বলেন, দেশে বর্তমানে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা জাতীয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


ঠিক সেই সময়ে দেশের ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তারা এ চ্যালেঞ্জ মোকাবিলার অগ্রযাত্রী। শনিবার (২২ অক্টোবর) ‘জাতীয় নারী উদ্যোক্তা সম্মেলন-২০২২’-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাল্টি-পারপাস হলে আয়োজিত এ সম্মেলনে স্পিকার ভার্চুয়ালি যুক্ত হন। জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) ও নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিলের যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করছে এসএমই ফাউন্ডেশন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us