‘আপনারা আমাকে জানেন একজন নিখাদ দেশপ্রেমিক ও রাজনীতিক হিসেবে। আমার পেশা রাজনীতি, পাশাপাশি আমি একজন ট্রেড ইউনিয়নে নেতা হিসেবে পরিচিত। আজ এক ভিন্ন আঙ্গিকে আপনাদের কাছে হাজির হয়েছি ‘।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানী গুলশানের একটি রেস্তোরাঁয় ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমার সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এসব কথা বলেছেন। এসময়ে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় ও নন্দিত অভিনেতা, আবৃত্তিশিল্পী, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপিসহ ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমাটির সংশ্লিষ্ট শিল্পী কলা-কুশলীরা। শুরুতে শাজাহান খান পারিবারিক আদর্শের কথা জানিয়ে তিনি বলেন, আপনারা জানেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমার পিতা আচমত আলী খান এবং আমার মেজ ভাই আজিজুর রহমান খানও বীর মুক্তিযোদ্ধা। ১৯৭০ সালে নির্বাচনে আমার পিতা আওয়ামী লীগের এমএলএ এবং তৎকালীন মাদারীপুর মহকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধে তার বীরোচিত ভূমিকার কারণে ২০১৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা তাকে স্বাধীনতা পদক প্রদান করেন।