আপাতত বড় বাঁচা বেঁচে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ওমোনিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে গোল না পেলে ইউরোপা লিগে ‘ই’ গ্রুপে নিশ্চিতভাবেই দুইয়ে থাকতে হতো এরিক টেন হাগের দলকে। আর গ্রুপসেরা হতে না পারলেই নকআউট পর্বে মুখোমুখি হতে হবে বার্সেলোনা বা জুভেন্টাসের। সে সম্ভাবনা এখনো মিলিয়ে যায়নি। তবে গ্রুপসেরা হওয়ার পথ খোলা রাখতে পেরেছে ইউনাইটেড।
ইউরোপা লিগে কাল রাতে ওল্ড ট্রাফোর্ডে ওমোনিয়া নিকোশিয়ার মুখোমুখি হয় ক্রিস্টিয়ানো রোনালদোদের ইউনাইটেড। রক্ষণাত্মক ফুটবল খেলা সাইপ্রাস ক্লাবটির বিপক্ষে গোল পেতে যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় ইউনাইটেডকে।