সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার (১২ অক্টোবর) দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫০ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বেড়েছে ১১০পয়েন্ট।
সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও। কিন্তু কমেছে লেনদেন। এদিন ডিএসই লেনদেন হয়েছে মাত্র ৯৯৪ কোটি ১১ লাখ ৬২ হাজার টাকা। যা দুই মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন। এর আগের চলতি বছরের ১৪ আগস্ট লেনদেন হয়েছি ৬৪৪ কোটি ৪৫ লাখ ৩১ হাজার টাকা।