পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যু ঘিরে ইরানজুড়ে টানা চার সপ্তাহ ধরে সরকারবিরোধী যে বিক্ষোভ চলছে তাতে এ পর্যন্ত অন্তত ১৮৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৯ শিশুও রয়েছে। নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের বরাতে এ তথ্য জানা গেছে। এদিকে চলমান বিক্ষোভে তেল শ্রমিকরাও যোগ দিয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া শান্তিপূর্ণ বিক্ষোভে দমনাভিযানে জড়িতদের ওপর ইইউর নিষেধাজ্ঞা দাবি করেছে জার্মানি। খবর বিবিসি ও রয়টার্সের।
ইরান হিউম্যান রাইটসের বিবৃতিতে বলা হয়, বিক্ষোভে শনিবার পর্যন্ত অন্তত ১৮৫ জন নিহত হয়েছেন। আর সবচেয়ে বেশিসংখ্যক নিহতের ঘটনা ঘটেছে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে। তবে দেশটিতে ইন্টারনেটের ওপর বিধিনিষেধ থাকায় হতাহতের ঘটনা দেরিতে প্রকাশ পাচ্ছে।