ত্রয়োদশ সংশোধনীর আলোকে তত্ত্বাবধায়ক সরকারের রুপরেখা বিএনপির

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২, ১৪:৪৪

বাতিল হওয়া এয়োদশ সংশোধনীর আলোকেই বিএনপি ‘সময়মতো’ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রুপরেখা দেবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সকালে ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি) সাথে দ্বিতীয় দফা সংলাপের পর সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব এই কথা জানান।


তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের রুপরেখা আপনারা সময়মত জানবেন। যুগপত আন্দোলন শুরু করলে আপনারা জানতে পারবেন।আমাদের রুপরেখায় থাকবে সংবিধানের ৫৮(খ), (গ).. যেটা সংবিধানের (দ্বাদশ সংশোধনী) ছিলো। তারই আলোকে এই রুপরেখা হবে। ’


ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ আসনে বিজয়ী হয়ে ১৯৯৬ সালের ২৭ মার্চ নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে এয়োদশ সংশোধনী পাস করে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১১ সালে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রক্ষিতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে।


বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন মির্জা ফখরুল। প্রতিনিধি দলের অন্যরা হলেন, মোস্তাফিজুর রহমান মোস্তফা, আহম জহির হোসেন হাকিম, নবী চৌধুরী, শরিফ মনির হোসেন,বেলাল আহমেদ, ফরিদউদ্দিন, ফখরুজ্জামান,হাসিবুর রহমান ও আবুল কালাম আজাদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us