প্রজাপতি পরিবহনের একটি বাসে মিরপুর ১ নম্বর থেকে আসাদ গেইট পর্যন্ত টিকেট কাটতে চেয়েছিলেন মেহেদি হাসান। তবে তাকে অনেকটা জোর করে ঘাটারচর পর্যন্ত টিকেট দিয়ে ২১ টাকা ভাড়া আদায় করা হয়।
পরে তিনি মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এসে নামেন। শনিবার দুপুরে ওই বাস থেকে নামার পর ই-টিকেটিংয়ের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি অভিযোগের সুরে বলেন, “আমাকে আসাদগেট পর্যন্ত টিকেট দিলে আমার ১৩ টাকা ভাড়া দিতে হত। অথচ ঘাটারচর পর্যন্ত টিকেট দিয়ে অতিরিক্ত ৮ টাকা আদায় করা হয়েছে।“
তার মতে, রাজধানীর গণপরিবহনে ভাড়াসহ যাত্রী সেবার নৈরাজ্যে নতুন এ পদ্ধতি অনেক ভালো হতে পারে যদি সরকার বা মালিকপক্ষ থেকে যথাযথ তদারকি করা হয়।
“এ ব্যবস্থায় গাড়ির মালিকরাও অনেক লাভবান হতে পারে বলে আমার মনে হয়েছে,” যোগ করেন তিনি।
ঢাকার বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে পরীক্ষামূলকভাবে চালু ই-টিকেটিং পদ্ধতি কেমন চলছে সেই বিষয়ে খোঁজ নিতে গিয়ে এভাবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ মেলে।
শুধু বাড়তি ভাড়া নয়, আগের মত স্টপেজ ছাড়া ইচ্ছেমত যাত্রী তোলা এবং টিকেট ছাড়া ভাড়া আদায় করতেও গেছে বাসকর্মীদের।