সেই ছোটবেলা থেকে রেডিওতে বিবিসি বাংলার খবর শুনে আসছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের স্কুল শিক্ষক দেলোয়ার হোসেন। রেডিওর নব ঘুরিয়ে শুনতে শুনতে যে ভালো লাগার শুরু, নতুন সময়ে মোবাইল ফোনে এফএম রেডিও হয়েও সে ভালো লাগা টিকে ছিল; এখন তা কেবলই স্মৃতি হতে চলেছে।
দেলোয়ার হোসেনের মত অগণিত শ্রোতার দৈনন্দিন জীবনের সাথে ৮১ বছর ধরে জড়িয়ে থাকা বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। কেবল বাংলা নয়, আরবি, ফার্সি, চীনা, কিরগিজ, উজবেক, হিন্দি, ইন্দোনেশিয়ান, তামিল ও উর্দু ভাষার রেডিও সম্প্রচারও আর শোনা যাবে না বিবিসিতে।
বিজ্ঞাপন
কোনো ভাষা বিভাগই অবশ্য পুরোপুরি বন্ধ হচ্ছে না। অনলাইন সংবাদমাধ্যম হিসেবে অনেকগুলো ভাষার কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বিবিসি।