You have reached your daily news limit

Please log in to continue


এনভিডিয়াকে ছাড়াবে ইন্টেলের আর্ক সিরিজ

কয়েক সপ্তাহের মধ্যে ব্যবহারকারীদের জন্য বাজারে আর্ক সিরিজের ডেস্কটপ গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) বাজারজাত করবে ইন্টেল। স্পেসিফিকেশন ও সক্ষমতার দিক থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি অনেক তথ্যই প্রকাশ করেছে। সম্প্রতি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের নতুন জিপিইউ এনভিডিয়ার মিড রেঞ্জের আরটিএক্স ৩০৬০ কে ছাড়িয়ে যাবে। খবর এনগ্যাজেট।

আর্ক সিরিজের এ৭৭০ জিপিইউতে ৩২টি এক্সই কোর, ৩২টি রে-ট্রেসিং ইউনিট ও একটি ২১০০ মেগাহার্টজের গ্রাফিকস ক্লক থাকবে। র‌্যামের দিক থেকে এতে ৮ জিবি ও ১২ জিবি ভার্সন থাকবে। যেখানে প্রতি সেকেন্ডে ৫১২ গিগাবাইট ও ৫৬০ গিগাবাইট মেমোরি ব্যান্ডউইডথ থাকবে। এর মূল্য হবে ৩২৯ ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন