দেশে মঙ্গা ও খাদ্য নিয়ে হাহাকার নেই : কৃষিমন্ত্রী

কালের কণ্ঠ প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৭

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, 'আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। সে হিসেবে আমরাও চাই বিএনপিসহ সব ছোট-বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে না যাওয়ার জন্য কেউ যেন উসকানি না দেয়। আমরা শেষদিন পর্যন্ত চেষ্টা করব নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য।'


বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


মন্ত্রী আরো বলেন, 'বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচনে অংশগ্রহণ করবে না। সংবিধান অনুযায়ী বাংলাদেশে আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। পবিত্র সংবিধানে স্পষ্টভাবে লেখা রয়েছে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। ' 


কৃষিমন্ত্রী আরো বলেন, 'আওয়ামী লীগ ২০০৮ সালে জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করে। পরবর্তী সময়ে ২০১৪ ও ২০১৮ সালে আবারও বিপুল ভোটে আওয়ামী লীগ সরকার গঠন করে। বর্তমানে উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল। বর্তমানে বাংলাদেশে খাদ্যের ঘাটতি নেই। দেশে কোনো মঙ্গা ও খাদ্য নিয়ে হাহাকার নেই। মানুষের জীবনযাত্রার মান এখন উন্নত হয়েছে। ২০২৩ সালে আবারও একটি নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। '


বিজ্ঞাপন


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us