কোনো সিনেমা নিয়ে কথা বলতে গেলে অনেক দর্শকই আগে জানতে চান—গল্পটা কী? মালয়ালম ছবি ‘থাল্লুমালা’র দর্শকদের জন্য প্রশ্নটির উত্তর দেওয়া সহজ নয়। ছবির গল্প নিয়ে কথা বলার পরিকল্পনা ভেস্তে দেওয়ার যেন সব রকম পরিকল্পনাই করে রেখেছিলেন পরিচালক। ছবিটি দেখার পর কাউকে গল্প নিয়ে যদি জিজ্ঞেস করেন, উত্তরদাতার মনে হবে এর চেয়ে জটিল ধাঁধার মুখোমুখি আর হননি তিনি। তবে গল্প নিয়ে ধন্দে পড়লেও দর্শকেরা কিন্তু বেশ পছন্দ করেছেন ছবিটি।
গত ১২ আগস্ট মুক্তি পায় খালিদ রহমানের ছবিটি। মাত্র ২০ কোটি রুপি বাজেটের ছবিটি এ পর্যন্ত আয় করেছে ৭০ কোটি রুপির বেশি। এর মধ্যেই চলতি বছর সবচেয়ে আয় করা মালয়ালম সিনেমার তালিকার দুইয়ে উঠে এসেছে ‘থাল্লুমালা’। শুধু তা-ই নয়, ছবিটি এখন সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল মালয়ালম সিনেমার তালিকায় নবম। ১১ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর পুরো ভারত তো বটেই, অনেক বাংলাদেশি দর্শকও মজেছেন ‘থাল্লুমালা’য়।