নতজানু পররাষ্ট্রনীতির কারণে বোমা ফেলছে মিয়ানমার: জি এম কাদের

সমকাল প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৭

জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) জি এম কাদের বলেছেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমার যখন-তখন বাংলাদেশের ভূমিতে বোমা ফেলছে।


শনিবার দুপুরে নগরের আসকার দিঘীর পাড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রয়াত জিয়াউদ্দিন বাবলু স্মরণে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।


চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টি এই স্মরণ সভার আয়োজন করে। এ সময় দলের জন্য জিয়াউদ্দিন বাবলুর অবদান স্মরণ করেন জি এম কাদের।


অনুষ্ঠানে জাপার চেয়ারম্যান বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে এখনও মিয়ানমারকে সমস্যা সমাধানে বাধ্য করা যাচ্ছে না। মিয়ানমার দেশের আকাশ সীমা লঙ্ঘন করে যখন-তখন ইচ্ছামতো গুলি ও বোমা মারছে। দেখে মনে হচ্ছে, আমাদের দেশের শক্তি বা নীতি বলে কিছু নেই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us