বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও কক্সবাজারের উখিয়ার পর এবার টেকনাফ উপজেলার হোয়াইক্যং কানজড়পাড়া সীমান্তে নতুন করে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত থেকে একের পর এক মর্টারের মতো ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠে হোয়াইক্যং কানজড়পাড়া এলাকা। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের কানজড়পাড়া ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) শা্হ জালাল। তিনি বলেন, বেশ কয়েক দিন ধরে আমার ওয়ার্ড কানজড়পাড়া বড়ফিশারি সীমান্ত এলাকায় ভারী অস্ত্রের শব্দ শোনা যাচ্ছে। এই ভারী অস্ত্রের বিকট শব্দে জেলেরা আতঙ্কিত হয়ে নাফ নদীসহ সীমান্ত এলাকায় কাজ করতে যাচ্ছে না। শুধু কানজড়পাড়া এলাকায় নয়, হোয়াইক্যংর বিভিন্ন জায়গায় অস্ত্রের বিকট শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে মায়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার দেখা যায়।