নিরাপত্তা পরিষদে বাংলাদেশকে সমর্থন দিতে চায় যুক্তরাজ্য

প্রথম আলো প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫২

রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াইয়ের জেরে দুই দেশের সীমান্তের উদ্ভূত পরিস্থিতি নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য বলেছে, বাংলাদেশ বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে চাইলে দেশটি সহযোগিতা দিতে আগ্রহী।


গত মঙ্গলবার সীমান্ত পরিস্থিতি অবহিত করার জন্য বাংলাদেশে কর্মরত প্রায় ৩০টি দেশের কূটনীতিকদের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডাকা হয়েছিল। সেখানে যুক্তরাজ্য ওই প্রস্তাব দিয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। এর আগের দিন ঢাকায় কর্মরত দক্ষিণ–পূর্ব এশিয়ার সহযোগিতা সংস্থা আসিয়ানের দেশগুলোর কূটনীতিকদেরও সীমান্ত পরিস্থিতি নিয়ে অবহিত করা হয়েছিল। এই জোটে ১০টি দেশের মধ্যে মিয়ানমার থাকলেও বাংলাদেশ নেই। ওই সভায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us