হিজাব না পরায় ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার ও নির্যাতনে এক তরুণীর মৃত্যু ঘিরে সাধারণ জনগণের ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদে গুলি চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। সোমবার ইরানের কুর্দিস্তান প্রদেশে জনগণের বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
গত সপ্তাহে পুলিশি জিম্মায় ২২ বছর বয়সী মাশা আমিনি নামের ওই তরুণীর মৃত্যুর পর ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো দেশজুড়ে বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার মানুষ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, হিজাব না পরার কারণে গত সপ্তাহে ইরানের নৈতিকতা পুলিশ মাশা আমিনিকে গ্রেপ্তার করে। কুর্দিস্তান প্রদেশে নৈতিকতা পুলিশের জিম্মায় থাকাকালীন অসুস্থ হয়ে কোমায় যাওয়া ওই তরুণীর মৃত্যুর পর রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন প্রদেশে রাস্তায় নেমে লোকজন বিক্ষোভ করেছেন।
দেশটির স্থানীয় মানবাধিকার সংস্থা হেঙ্গাও মানবাধিকার টুইটারে এক বার্তায় বলেছে, আমিনির নিজ শহর সাকেজে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে দু’জন নিহত হয়েছেন।
এতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর কাছ থেকে ছোড়া গুলিতে দিভান্ডারেহ শহরে আরও দু’জন নিহত হয়েছেন। এছাড়া দেহগোলান শহরে পঞ্চম একজনের প্রাণহানি ঘটেছে।