মায়ের শেষ সম্বল, বোনের অলঙ্কার বিক্রি করে আসা মেয়েরা ট্রফি চায়

কালের কণ্ঠ প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৩

নারী সাফ ফুটবলের ফাইনালে আজ বাংলাদেশ ও নেপাল মুখোমুখি। নেপালের দশরথ স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায়। ফাইনালের আগে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ দলের ফুটবলার সানজিদা।


নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সানজিদা একটি ছবি পোস্ট করেছেন।


ক্যাপশনে লিখেছেন, ‘২য় বারের মতো সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। প্রথমবার ফাইনাল খেলেছি ২০১৬ সালে। সেবার ভারতের বিপক্ষে আমরা হেরে যাই। ৫ বার সাফের মঞ্চে এসে ১ বার রানার্সআপ, ৩ বার সেমিফাইনাল এবং ১ বার গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছি আমরা। আলহামদুলিল্লাহ, আমরা এবার মাঠে দারুণ ছন্দে রয়েছি, ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। স্বাগতিক হিসেবে ফাইনাল খেলা কিংবা স্বাগতিক দলের বিপক্ষে ফাইনাল খেলা সবসময় রোমাঞ্চকর। এছাড়াও এবারের ফাইনাল ম্যাচটি কিছুটা ভিন্ন। বহুদিন পর সাফ পাবে নতুন কোনো চ্যাম্পিয়ন দেশ। আর তাই এবার রোমাঞ্চকর একটি ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us