রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশে শিশু সুরক্ষা বিষয়ক প্রথম জাতীয় সিম্পোজিয়াম ২০২২’। আজ সোমবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা বলরুমে শুরু হয়েছে এ সম্মেলন।
এই উদ্যোগে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্ত আছে ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউনিসেফ।
আজ সকাল ১০টার দিকে সম্মেলন উদ্বোধন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘শিশুদের ভবিষ্যতের সম্পদ’ উল্লেখ করে এ সময় প্রধানমন্ত্রী বলেন, তাদের মৌলিক অধিকারগুলো পূরণ করতে হবে। আমাদের সংবিধানের ১৪, ১৫, ১৭, ১৮, ২৮, ২৯, ৩৪, ৩৫ নাম্বার আর্টিকেলগুলো শিশু সুরক্ষার রক্ষা কবজ হিসেবে করছে। আমরা ইউএনসিআরসি স্বাক্ষর ও রেটিফাই করেছি। সরকার শিশুদের সুরক্ষার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছে এবং সে অনুযায়ী কাজ করছে। বর্তমানে আটানব্বই শতাংশ শিশু স্কুলে যাচ্ছে।