ঘুমধুম কেন্দ্রের এসএসসি পরীক্ষা কক্সবাজারে স্থানান্তর

বার্তা২৪ প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৮

মিয়ানমার সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করে কক্সবাজার নেওয়া হয়েছে।


শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবিরিজী এ তথ্য নিশ্চিত করেন।


এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার বলেন, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের আশপাশের এলাকায় গোলাবর্ষণের ঘটনায় ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি পরিবর্তন করতে বলেছেন জেলা প্রশাসন। কেন্দ্র পরিবর্তন করে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে স্থানান্তরের তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছি।


তিনি আরও বলেন, বিষয়টি শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীকে জানানো হয়েছে। সচিবের সঙ্গে ফোনে কথা হয়েছে, তিনি অনুমতি দিয়েছেন। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ঘুমধুম কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে কিছু যানবাহন রাখা হবে। ইতিমধ্যে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।


পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে শিক্ষক-কর্মকর্তারা কাজ করছেন বলেও জানান তিনি। ৪১৯ জন পরীক্ষার্থী কুতুপালংয়ে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us