You have reached your daily news limit

Please log in to continue


মায়ের মোবাইল ফেটে মৃত্যু আট মাসের শিশুর! স্মার্টফোন বিস্ফোরণ আটকানোর উপায় কী?

দিন কয়েক আগে উত্তরপ্রদেশের বরেলিতে মোবাইল ফেটে মৃত্যু হল আট মাসের এক শিশুর। পুলিশ সূত্রে খবর, একটি সুইচবোর্ডে মোবাইলটি চার্জে বসিয়ে শিশুটির পাশে রেখেছিলেন তার মা। মাস ছয়েক আগে কেনা সেই কি-প্যাড ফোন চার্জে বসানোর সঙ্গে সঙ্গে ফেটে গিয়ে হয় বিপত্তি।

ঘটনাটি সামনে আসার পর এক বিখ্যাত টেক-ইউটিউবার দাবি করেন, ঠিক একই ভাবে মোবাইল ফেটে গিয়ে মৃত্যু হয় তার কাকিমার। পাশের টেবিলে ফোন চার্জে বসিয়ে ঘুমোচ্ছিলেন তিনি।

মোবাইল ফেটে মৃত্যুর খবর নতুন নয়। ২০১৬ সালে সামসাঙ্গ গ্যালাক্সি নোট ৭ মডেলটি বন্ধই করে দেওয়া হয় এই কারণের জন্যই।

ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটে?

ফোন বিস্ফোরণের প্রধান কারণ হল ফোনের ব্যাটারির দুর্বল তাপ পরিবহন ব্যবস্থাপনা। লিথিয়াম-আয়ন হল এমন উপাদান যা বেশির ভাগ ফোনের ব্যাটারিতে ব্যবহার করা হয়। লিথিয়াম-আয়ন মোটামুটি অস্থির যার মানে আপনি যখন এটি চার্জ করছেন, তখন যেন বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা ঠিক থাকে সে দিক নজর রাখতে হবে। বেশির ভাগ ক্ষেত্রেই দুর্ঘটনাগুলি ঘটে খারাপ চার্জার ব্যবহারের ফলে। খারাপ চার্জার ব্যবহার করলে ফোনের ব্যাটারিতে প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ সরবরাহ হয়, ফলে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা বেড়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন