ডলারের দাম নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষার পর ব্যাংকগুলোর দামকে স্বীকৃতি দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে আন্তব্যাংকে ডলারের বিক্রয়মূল্য ঘোষণা করা হয় ১০৬ টাকা ১৫ পয়সা। এত দিন আন্তব্যাংকে ডলারের ক্রয়-বিক্রয়মূল্য ৯৫ টাকায় আটকে রেখেছিল বাংলাদেশ ব্যাংক। এর পাশাপাশি ডলারের বিপরীতে টাকার মান আরও কমিয়ে বাজারের দামের কাছাকাছি রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। এর ধারাবাহিকতায় গত সোমবার ডলারের দাম ৯৬ টাকা করা হয়েছে। এই দামে গতকাল রিজার্ভ থেকেও ডলার বিক্রয় করা হয়েছে।
এদিকে ব্যাংকগুলো নিজেরা ডলারের দাম নির্ধারণের পর কিছু আমদানিকারকের খরচ বেড়ে গেছে। বিশেষ করে যারা সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি করে থাকে। কারণ, সরকারি ব্যাংকগুলোও বেসরকারি ব্যাংকের মতো ডলারের দাম বাড়িয়ে দিয়েছে। তবে সব ব্যাংকই ক্রেডিট কার্ড ও বিদেশে শিক্ষার্থীদের খরচ পাঠাতে ডলারের দাম বাড়িয়ে দিয়েছে।