শিগগিরই বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণ বন্ধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, "মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতি জোরদার করা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের গুলি চালানোর প্রতিবাদ করেছে, আমি আশা করি সীমান্তে গুলি চালানো বন্ধ হবে।"
সম্প্রতি রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, "রাজশাহীতে এটিএন নিউজের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যারাই জড়িত, তাদের তদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনের মুখোমুখি করা হবে।"
গত ৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে বিপি ৪০ এবং ৪১ এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে দুটি মর্টার শেল পড়ে। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মিয়ামনারের মর্টার শেল নিক্ষেপ এবং বিমান থেকে নির্বিচারে গুলি চালিয়ে আকাশসীমা লঙ্ঘনে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ।