ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে কিছু শিক্ষার্থীর শোডাউন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষের বক্তব্যগুলো আঁতকে ওঠার মতো। মানুষের পোশাক নিয়ে এমন সময় কিছু শিক্ষার্থী প্ল্যাকার্ড প্রদর্শন করেছে যখন সাম্প্রদায়িক শক্তির আস্ফালনে আতঙ্ক ছড়াচ্ছে। ভাবনায় আসে– বড় ধরনের কোনও সামাজিক পরিবর্তন কি আসন্ন?
নিজস্ব রুচি ও চিন্তার ভিত্তিতে আমার পোশাক নির্ধারিত হবে, দেশের প্রচলিত আইন ও সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে। এখন যদি আমাকে কেউ বলে– তুমি এটা পরতে পারবে না, ওটা পরতে হবে, তাকে আর যাই হোক স্বাভাবিক মনে করার কারণ নেই। এর প্রতিক্রিয়া যে কী হতে পারে, তার স্পষ্ট উদাহরণ আমরা সম্প্রতি নরসিংদী রেল স্টেশনে একটি মেয়ের হেনস্তা হওয়া থেকে বুঝতে পেরেছি। এর কিছু দিন আগে টিপপরা এক মহিলাকে হত্যাচেষ্টার ঘটনাকেও এ ধরনের উসকানিমূলক প্রচারণারই ফল বলে আখ্যায়িত করা যায়।