ফেসবুক নয়, মুশফিক মাঠ থেকে বিদায় নিলে ভালো হতো

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৫

বাংলাদেশের ক্রিকেটাররা ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিচ্ছেন। কিছুদিন আগে অলক কাপালির প্রথম শ্রেণি থেকে সরে যাওয়া, তার আগে তামিমের টি-টোয়েন্টি অবসর যার সবই হয়েছে ফেসবুক পোস্টে। সর্বশেষ এবার এই তালিকায় যুক্ত হলেন মুশফিকুর রহিম। যদিও জাতীয় দলের নির্বাচক রাজ্জাক বলছেন মাঠ থেকে অবসর নিলেই ভালো হতো, একটা ট্রেন্ড চালু হতো।


মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক। মুশফিকের অবসর নিয়ে তিনি জানালেন, ক্রিকেটারদের মাঠ থেকে অবসর নেওয়াই ভালো। মাঠ থেকে নিলে ভাল হয়।


এ বিষয়ে রাজ্জাক বলেন, ‘মাঠ থেকে বিদায় নিতে পারাটাই ভালো। মুশফিক যদি মাঠ থেকে বিদায় নিতো সেটাই বোধহয় ভালো হতো। যদিও এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর অবসর যখন নিবে ঠিক করেই রেখেছে তাহলে এশিয়া কাপের মাঠ থেকে অবসর নিতো, ম্যাচের সময় বললেও খুব একটা খারাপ হতো না। এটা একটা ট্রেন্ড চালু হতো, সিস্টেম ও চালু হতো। এখন তার সিদ্ধান্ত সে নিয়েছে।’


আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে টাইগারদের থেকে বড় কিছুই আশা করছেন নির্বাচক রাজ্জাক। একইসা সঙ্গে জানালেন এশিয়া কাপে ভালো না করলেও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যে প্রচেষ্টা দেখিয়েছে টাইগাররা এটা ধরে রাখলে ফলাফল করা কঠিন কিছুই না।


আব্দুর রাজ্জাক বলছিলেন, ‘আমি আশা করি বাংলাদেশ যখন বড় কোন টুর্নামেন্ট খেলতে যায় তখন বড় কিছুই করবে। আমি নিজে যখন খেলতাম তখনো যেমন আশা করতাম এখনো ঠিক একইরকম আশা করি। যদিও এবারের এশিয়া কাপে আমরা ভালো কিছু করতে পারেনি, তবে দলের ইন্টেন্ট ছিল অসাধারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি দল এমন চিন্তাধারা নিয়ে খেলে তাহলে ফলাফল করা খুব কঠিন কিছু হবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us