You have reached your daily news limit

Please log in to continue


কোনো ষড়যন্ত্রে জাপায় ফাটল ধরবে না: জি এম কাদের

জাতীয় পার্টিতে ভাঙনের নতুন গুঞ্জনের মধ্যে দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, তার দল আগের যে কোনো সময়ের চেয়ে ‘ঐক্যবদ্ধ’।

দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ কাউন্সিল ডেকে চিঠি পাঠানোর পরদিন বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে বক্তব্যে এই দাবি করেন তিনি।

জি এম কাদের বলেন, “জাতীয় পার্টি এখন যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও সংগঠিত। কোনো ষড়যন্ত্রই জাতীয় পার্টির ঐক্যে ফাটল সৃষ্টি করতে পারবে না। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সৈনিকেরা ষড়যন্ত্রে কখনোই বিভ্রান্ত হবে না।”

কী ষড়যন্ত্র, কারা করছে, সে বিষয়ে বক্তব্যে স্পষ্ট করে কিছু বলেননি জাতীয় পার্টি চেয়ারম্যান।

তবে কাদেরকে উপেক্ষা করে বুধবার রওশন যে চিঠি পাঠিয়েছেন, তাকে জাতীয় পার্টিতে নতুন করে ভাঙনের আভাস দেখছেন রাজনৈতিক মহলে অনেকেই।

এরশাদের গড়া দল জাতীয় পার্টি ভেঙেছে বেশ কয়েকবার। দলটির সাবেক মহাসচিবদের নেতৃত্বে আলাদা কয়েকটি দল এখনও সক্রিয় রয়েছে।

তিন বছর আগে এরশাদের মৃত্যুর পর দলে কর্তৃত্ব নিয়ে দেবর-ভাবি কাদের ও রওশনের বিরোধে দলটি আবার ভাঙনের মুখে পড়েছিল। তখন জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে সমঝোতা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন