সরকারি মোবাইল অপারেটর টেলিটকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবুদ্দিনকে ওএসডি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। অবৈধ ভিওআইপি’র অভিযোগে সম্প্রতি তাকে ওএসডি করা হয়।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘সাবমেরিন ক্যাবল কম্পানিতে তার নিয়োগ ছিল অস্থায়ী।
গতকাল বুধবার তাকে টেলিযোগাযোগ অধিদপ্তরে ফেরত পাঠিয়ে ওএসডি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি মোবাইল কম্পানি টেলিটকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাহাবুদ্দিনের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসায় সম্পৃক্ততাসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে। অবৈধ ভিওআইপির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে।