ফেরির টিকিট বেচে কোটিপতি

দেশ রূপান্তর প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২, ০৮:৫৬

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের প্রান্তিক সহকারী ছিলেন এস এম তোহা ও উজ্জ্বল হোসেন (অংকুর)। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মচারী তারা। এখন অবশ্য অন্য জায়গায় বদলি করা হয়েছে তাদের, তবে বিআইডব্লিউটিসিতেই আছেন।


পাটুরিয়ায় থাকার সময় ফেরির টিকিট (নম্বর) ও গাড়ির নম্বর জালিয়াতি করে বিপুল বিত্ত হস্তগত করেছেন তারা। টানা আড়াই বছর জালিয়াতির মাধ্যমে তারা হাতিয়ে নিয়েছেন প্রায় ৭ কোটি টাকা।  জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ায় তাদের গত নভেম্বরে বদলি করা হয়েছে। 


জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান গত রবিবার দেশ রূপান্তরকে বলেন, ‘লিখিত অভিযোগ না আসায় তাদের আপাতত শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। এস এম তোহা আপনার ভাই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ভাই হোক আর যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us