চীনের একটি জনপ্রিয় পর্যটন স্পটে হবু স্ত্রীর সাথে বাগদানের ছবি তোলার সময় বজ্রপাতে এক যুকক নিহত হয়েছেন। গত বুধবার চীনের ইউনান প্রদেশের জেড ড্রাগন স্নো মাউন্টেনে এই ঘটনাটি ঘটে।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই যুবকের নাম রুয়ান। ফটোগ্রাফাররা যখন ওই যুবক ও তার হবু স্ত্রীর ছবি তুলছিলেন তখন হঠাৎ বজ্রপাত হলে তাৎক্ষণিকভাবে রুয়ান মারা যান।
প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই এলাকায় আবহাওয়ার হলুদ সতর্কতা জারি করা করেছিল। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেনেও ফটোশ্যুটের পরিকল্পনা বাতিল করেননি যুগল।
ঘটনার পর খবর পেয়ে সেখানে ছুটে যান উদ্ধারকারী দলের সদস্যরা। তুমুল বৃষ্টির মধ্যে যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন তারা।
২০১৭ সালের একটি প্রতিবেদনে দেখা গেছে, বজ্রপাতে প্রতি বছর চীনে প্রায় ৪ হাজার লোক নিহত বা আহত হয়।