বিজ্ঞানী হতে হলে নারীকে কতটা লম্বা পোশাক পরতে হবে?

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড শাহানা হুদা রঞ্জনা প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২, ১৩:২০

যখন এক শ্রেণীর ছেলেমেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কার্যের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বলে 'ছোট পোশাক পরে বিজ্ঞানী হওয়া যায়না, বরং নিজেকে পণ্য করা হয়' এবং পুরুষের হাতে ধরা আরেকটি প্ল্যাকার্ডে লেখা থাকে,'ছোট পোশাক পরে বিপরীত লিঙ্গকে সিডিউস করা বন্ধ করুন', তখন বুঝতে পারি যে, মানসিকভাবে আমরা কতটা স্থুলবুদ্ধির হয়ে গেছি। এত বিচিত্র ও অশিক্ষায় পরিপূর্ণ প্ল্যাকার্ড কোথাও, কখনো দেখেছি বলে মনে পড়ছে না। 


প্রথমত কাপড়ের সাথে বিজ্ঞানচর্চার কোন সম্পর্ক আছে বলে শুনিনি। তাহলেতো বিশ্বের বড় বড় নারী বিজ্ঞানীরা সব আলখাল্লায় মোড়ানো থাকতো। আফগানি লেবাস ছাড়া কোন নারীই বিজ্ঞানী হয়ে উঠতে পারতো না। বিজ্ঞানী হতে গেলে পড়াশোনা ও গবেষণা করতে হয়, দৃষ্টিকে শাণিত করতে হয় এবং সর্বোপরি মুক্তবুদ্ধির চর্চা করতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us