প্রযুক্তিবাজারে ৯৯০ প্রো সিরিজের নতুন ফ্ল্যাগশিপ সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) নিয়ে এসেছে স্যামসাং। প্রতিষ্ঠানটির দাবি, সর্বাধুনিক প্রযুক্তি না থাকলেও নতুন ড্রাইভটি গেমিং, প্রোগ্রামিং ও ফোরকে ভিডিও এডিটিংসহ ভারী কাজে উন্নত অভিজ্ঞতা দেবে। খবর টেকরাডার।
৯৯০ সিরিজ নিয়ে প্রযুক্তিবাজারে বেশ আলোচনা ও গুঞ্জন রয়েছে। কথিত রয়েছে নতুন সলিড স্টেট ড্রাইভটি পিসিআইই ৫.০ ইন্টারফেসে চলতে সক্ষম। তবে দুর্ভাগ্যজনকভাবে স্যামসাংয়ের কাছ থেকে পিসিআইই ৫.০ পর্যায়ের ব্যবহারিক অভিজ্ঞতা পেতে হলে গ্রাহক তথা ব্যবহারকারীদের আরো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। কেননা ৯৯০ সিরিজের এসএসডিতে ৯৮০ সিরিজের মতো পিসিআইই ৪.০ ইন্টারফেস ব্যবহার করা হয়েছে।