বিজেপির বিরুদ্ধে চটেছেন কেজরিওয়াল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ১৯:৩৯

সিরিয়াল কিলার শহরে এসেছে। নির্বাচিত সরকারকে ‘খুন’ করাই তাদের কাজ। দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশনে এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বললেন, আস্থাভোট হোক। দেখা যাবে, একজন বিধায়কও আমাদের ছেড়ে যাননি। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে শিগগিরই আস্থাভোট হবে বলে জানা যাচ্ছে।


বিশেষ অধিবেশনে কেজরিওয়াল বলেন, বিজেপি বহু সরকার ফেলেছে। এ বার তাদের নজর পড়েছে দিল্লির ওপর। আমাদের দেশে একটা ‘সিরিয়াল কিলার’ সরকার আছে। যার কাজ অন্য সরকারকে ফেলা। সব জায়গাতেই একই কায়দা। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিগত কয়েক বছরে বিজেপি ২৭৭ জন বিধায়ককে অন্য দল থেকে কিনেছে।


দিল্লিতে ‘অপারেশন লোটাস’ নিয়ে আলোচনা করতে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে আপ। তাদের অভিযোগ, ৪০ জন আপ বিধায়ক ভাঙিয়ে দিল্লিতে কেজরিওয়ালের সরকার ফেলার পরিকল্পনা নিয়েছে বিজেপি। এ জন্য ৮০০ কোটি টাকা নিয়ে নেমে পড়েছে মোদী-শাহের দল।


বিজেপি এত টাকা পাচ্ছে কোথা থেকে? প্রশ্ন তুলেছেন কেজরিওয়াল। তার দাবি, জিএসটি ও মুদ্রাস্ফীতির সব টাকা বিধায়ক কেনাবেচায় ব্যবহার করছে বিজেপি। বাকি টাকায় বিজেপির কোটিপতি বন্ধুদের ঋণ মাফ হচ্ছে।


সম্প্রতি মহারাষ্ট্রে উদ্ধব সরকার পড়ে যাওয়ার পিছনেও অনেকে বিজেপির হাত দেখতে পেয়েছিলেন। দেশের একাধিক রাজ্যে একই কায়দায় নির্বাচিত সরকার পড়ে গিয়ে বিজেপি সরকার তৈরি হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও বিজেপির অর্থবল নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এ বার কার্যত একই প্রশ্ন দিল্লির মুখ্যমন্ত্রীর মুখেও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us