ব্যক্তিগত চ্যাট ছাড়াও অফিস কিংবা স্কুল-কলেজের গুরুত্বপূর্ণ চ্যাট করার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকে। সারাক্ষণই এই প্ল্যাটফর্মে মেসেজ আসছে। অফিস শেষে বাসায় ফিরেও সেই নোটিফিকেশনের টুংটাং শব্দ। কোথাও বেড়াতে গেলেও একই অবস্থা।
সব পেছনে রেখে একটু নিজের মতো সময় কাটাতে হোয়াটসঅ্যাপের মেসেজ আসা বন্ধ করতে পারেন। এজন্য স্মার্টফোন থেকে অ্যাপ ডিলিট করার প্রয়োজন নেই। চাইলে কিছুদিনের জন্য মেসেজ আসা বন্ধ করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কয়েকটি কৌশল-