দারিয়া হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করল রাশিয়া

প্রথম আলো প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২, ১১:১২

রুশ দার্শনিক আলেকসান্দর দাগিনের মেয়ে দারিয়া দাগিনা হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। খবর রয়টার্সের।


রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) গতকাল দাবি করে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এ হত্যায় জড়িত। এফএসবির বরাতে রাশিয়ার সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।


গত শনিবার রাশিয়ার রাজধানী মস্কোর কাছে সন্দেহজনক গাড়িবোমায় নিহত হন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার দারিয়া (২৯)। তাঁর বাবা আলেকসান্দর (৬০) দেশটির প্রেসিডেন্ট পুতিনের ‘মস্তিষ্ক’ হিসেবে পরিচিত। তাঁকে অনেকে পুতিনের ‘তাত্ত্বিক গুরু’ বলে থাকেন।


দারিয়া হত্যার পরপরই রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা ডেনিস পুশিলিন ইউক্রেনকে দায়ী করেন। তবে তিনি তাঁর দাবির পক্ষে কোনো তথ্যপ্রমাণ দেননি।


দারিয়া হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইউক্রেন। এফএসবির ভাষ্য, দারিয়াকে হত্যায় হামলাটি চালিয়েছেন ইউক্রেনের এক নারী। তাঁর জন্ম ১৯৭৯ সালে।


এফএসবির এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।


গত শনিবার আলেকসান্দর ও দারিয়া মস্কোর কাছে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান থেকে বাবা-মেয়ের একসঙ্গে একই গাড়িতে করে বাসায় ফেরার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে আলেকসান্দর আলাদাভাবে যাওয়ার সিদ্ধান্ত নেন। দারিয়া তাঁর বাবার গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন। পথে গাড়িটি বিস্ফোরিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us