এশিয়া কাপে দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন না টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপেও থাকবেন না তিনি। ওই সময় কাজ করবেন টেস্ট ও ওয়ানডে দলের সঙ্গে। টি-২০’র দায়িত্ব পালন করবেন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম।
টি-২০ দলের দায়িত্ব কমিয়ে দেওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন ডমিঙ্গো। সোমবার সংবাদ সম্মেলনে হেড কোচ জানান যে, পুরো বছরে মাত্র পাঁচ সপ্তাহ ছুটি পেয়েছেন তিনি। দলের সঙ্গে ফ্রেশ মুডে কাজ করতে হলে তার ছুটি দরকার। ফ্যামিলি লাইফ দরকার।
ডমিঙ্গো বলেন, আমাদের সামনে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ আছে। টেস্ট নিয়ে অনেক কাজ করার আছে। সারা বছর সিরিজ থাকায় সময়টা ওখানেই কেটে যায়। পুরো বছরে পরিবারকে দেওয়ার জন্য মাত্র পাঁচ সপ্তাহ ছুটি পেয়েছি। আমার কাছে পরিবার গুরুত্বপূর্ণ। ফ্রেশ হয়ে, ইনার্জি নিয়ে কাজ করার জন্য ফ্যামিলি লাইফ খুবই গুরুত্বপূর্ণ।’
শ্রীধরনকে দায়িত্ব দেওয়া বিসিবির নেওয়া ভালো সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি, ‘নতুন কাউকে দায়িত্ব দেওয়া খুবই ভালো সিদ্ধান্ত। আমি টেস্ট ও পঞ্চাশ ওভারের ক্রিকেটে মনোযোগ দিতে পারবো। ওয়ানডে ক্রিকেটে ভালো করছি আমরা। কিন্তু টি-২০ ভালো হচ্ছে না। সুতরাং ওই খানে ফ্রেশ আইডিয়া নিয়ে কেউ আসার বিষয়টি খারাপ নয়। আমি খুবচ ইতিবাচক চিন্তার একজন মানুষ।’