বরগুনা জেলা আওয়ামী লীগ সদ্য ঘোষিত জেলা ছাত্রলীগের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। মঙ্গলবার রাতের এ ঘোষণায় বরগুনায় আওয়ামী লীগের রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তাঁরা বলেছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির প্রকাশ্য সমাবেশে এমন ঘোষণা দেওয়ায় পুরো জেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতিতে বিভাজন ও সংঘাতকে উসকে দেবে। এর উদাহরণ হিসেবে মঙ্গলবার রাতে আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী কুপিয়ে গুরুতর জখম করার ঘটনাও তুলে ধরেন।
আওয়ামী লীগ নেতাদের এই সিদ্ধান্তকে এখতিয়ারবহির্ভূত বলেও উল্লেখ করেছেন কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রলীগের নেতারা। জেলা আওয়ামী লীগের অবাঞ্ছিত ঘোষণার পর ছাত্রলীগ বুধবার বেলা দুইটার দিকে ১৭ আগস্ট সারা দেশে বোমা হামলার প্রতিবাদে শহরে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।