চা শ্রমিকদের দাবি মেনে না নেওয়া অমানবিক: ন্যাপ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ১৪:৫৬

চা শ্রমিকদের দৈনিক ১২০ টাকা মজুরির পরিবর্তে ৩০০ টাকা মজুরির দাবি মেনে না নেওয়া অমানবিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তারা বলেন, এই খাতে যদি কোনো মানবিক কর্তৃপক্ষ থাকতো তাহলে শ্রমিকরা তাদের দাবি আদায়ে রাজপথে নামার আগেই কর্তৃপক্ষ তা মেনে নিয়ে জাতিকে লজ্জার হাত থেকে বাঁচাতে পারতো।


বুধবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা এসব কথা বলেন। নেতারা বলেন, যুগ যুগ ধরে চা শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিবেকহীন শোষণে ধ্বংস হচ্ছে চা শ্রমিকদের স্বপ্ন। বর্তমান বাস্তবতায় শ্রমিকের দিনে মাত্র ১২০ টাকা মজুরি শুধু অমানবিক নয়, এটি শোষণের নিকৃষ্ট উদাহরণ। এ কথা নির্দ্বিধায় বলা যায় যে, দেশের অন্য যে কোনো খাতের তুলনায় চা শ্রমিকদের মজুরি সর্বনিম্ন ও বৈষম্যমূলক। ‘চা শ্রমিকদের দেশের নাগরিক হিসেবে বিবেচনায় নিয়ে তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। আর এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে সমতাভিত্তিক আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us