আফগানিস্তানের রাজধানী কাবুলে নিজেদের অধিকার দাবিতে বিক্ষোভ করেছেন নারীরা। বিরল এই বিক্ষোভ দমনে মারধর ও লাঠিপেটার পাশাপাশি ফাঁকা গুলি ছুড়েছে তালেবান যোদ্ধারা।
তালিবানের ক্ষমতায় ফেরার প্রথম বর্ষপূর্তির কয়েক দিন আগে শনিবার বিরল প্রায় ৪০ জন নারী আফগানিস্তানের রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল ‘১৫ আগস্ট কালো দিন’। বিক্ষোভে অংশ নেওয়া নারীরা কাজ করার ও রাজনীতিতে অংশগ্রহণের অধিকারের দাবি জানান।
এসময় তাদের ‘রুটি, রুজি ও স্বাধীনতা চাই,’ ‘ন্যায়বিচার চাই, অবহেলায় আমরা ক্ষুব্ধ’ প্রভৃতি স্লোগান দিতে শোনা যায়।
তালেবান ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে নারী অধিকার কঠোরভাবে সীমিত করা হয়েছে। কয়েক মাসের মধ্যে নারীদের প্রথম কোনো বিক্ষোভ ছিল এটি।