ভারতের আপত্তি সত্ত্বেও শ্রীলঙ্কার বন্দরে ভিড়ছে বিতর্কিত চীনা জাহাজ

প্রথম আলো প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২, ১৯:১৭

চীনের একটি বিতর্কিত গবেষণা জাহাজের শ্রীলঙ্কায় প্রবেশ নিয়ে ভারত উদ্বেগ জানিয়ে আসছিল। এ নিয়ে কলম্বোর কাছে অভিযোগও দিয়েছিল নয়াদিল্লি। তবে দিল্লির উদ্বেগ সত্ত্বেও জাহাজটি শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির সরকার। আজ শনিবার কলম্বোর পক্ষ থেকে এ অনুমতি দেওয়া হয়েছে। দিল্লির উদ্বেগ ছিল, জাহাজটি দিয়ে তাদের সামরিক অবকাঠামোতে নজরদারি চালাবে চীন। শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তাদের বরাতে আজ শনিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।


আন্তর্জাতিক রুটে জাহাজ চলাচল এবং এ বিষয়ে বিশ্লেষণের কাজ করে এমন একাধিক ওয়েবসাইটের বিবরণ অনুযায়ী, দ্য ইউয়ান ওয়াং ৫ নামের ওই চীনা জাহাজ গবেষণা ও জরিপ করার কাজে নিয়োজিত। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হচ্ছে, চীনের ওই জাহাজ গুপ্তচরবৃত্তির কাজও করে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us