৩ দিনেও নিখোঁজ ১৯ জেলের সন্ধান মেলেনি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১২ আগস্ট ২০২২, ০৯:৩১

নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। গত সোমবার (৮ আগস্ট) থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। পূর্ণিমার জোয়ারের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে সাগর ও নদ-নদীর পানির উচ্চতা ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। সাগরের বড় বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে। বৃষ্টি ও বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় গভীর সমুদ্রে জেলেরা মাছ ধরা বন্ধ রেখে ফিরে এসেছেন তীরে। উত্তাল সাগরের ঢেউয়ের তাণ্ডবের কারণে জাল গুছিয়ে শতশত মাছ ধরা ট্রলার নিয়ে জেলেরা আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে নিরাপদে আশ্রয় নিয়েছেন।


এদিকে গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে পায়রা বন্দরের শেষ ফেয়ার বয়া এলাকায় এফবি আনোয়ার ও এফবি সুজন নামে দুটি মাছধরা ট্রলার ডুবে যায়। এ সময় দুই ট্রলার থেকে সিরাজুল ইসলাম (৫০) ও সিদ্দিক প্যাদা (৫৫) নামে দুই জেলে নিখোঁজ হন। এরপর দিন মঙ্গলবার রাত ১১টার দিকে ১৫ জেলেসহ এফবি নিশাত নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ৯ জেলে মো. ফরহাদ, সোহেল, ইয়াসিন, ইয়াকুব, আলকাছ, আমজাদ, শরীফ উদ্দিন, শরীফ ও জাফর নিখোঁজ হন। পৃথক ঘটনায় আরও সাত জেলে নিখোঁজ রয়েছেন। তিন দিন অতিবাহিত হলেও নিখোঁজ জেলেদের উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের কী পরিনতি হয়েছে তা বলতে পারেছেন না কেউ।



এ বিষয়ে মহিপুর মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদন রাজু আহম্মে রাজা মিয়া বলেন, নিখোঁজ জেলেদের এখনো কোনো সন্ধান পাওয়ার খবর আমরা পাইনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us