বাংলাদেশ রাষ্ট্রের সংকট নিয়ে নানামুখী বিশ্নেষণ আছে। কিন্তু দ্বিমতের অবকাশ নেই যে, বাংলাদেশ রাষ্ট্রের সংকট বেশিরভাগ ক্ষেত্রেই আরোপিত; যার শুরু রাষ্ট্রের স্থপতিকে হত্যার মধ্য দিয়ে; লাখো শহীদের রক্তস্নাত মুক্তিযুদ্ধকে আঘাত করার মধ্য দিয়ে।
একাত্তরের ইতিহাসের প্রতি বৈরিতা ও পঁচাত্তরের হত্যাকাণ্ডের ঘটনা দুটি বাংলাদেশ রাষ্ট্রের স্বাভাবিক অগ্রযাত্রার মৌলিক প্রতিবন্ধক। এটিও মনে করার কারণ আছে- একাত্তরের পরাজিতরাই খোলস বদলে পঁচাত্তরের কুশীলব হয়েছিল। তারা ভেবেছিল, রাষ্ট্রপিতার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সদ্য স্বাধীন দেশের সব অর্জন ধূলিসাৎ করা সম্ভব হবে। শেষ পর্যন্ত সে আশা পূরণ হয়নি। ইতিহাসের অমোঘ নিয়মেই ইতিহাস ও বাঙালির অন্তর্নিহিত শক্তি যূথবদ্ধভাবে প্রত্যাঘাত করেছে। সাময়িকভাবে হলেও একাত্তর ও পঁচাত্তরের কুশীলবরা পর্যুদস্ত হয়েছে; বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়িয়েছে।