২০১৮ সালে পদক-তালিকায় তিন নম্বরে ছিল ভারত। সেবার ভারত শুটিং থেকে মোট ১৬টি পদক পেয়েছিল। কিন্তু এবার গেমসে শুটিং ছিল না। তাও ভারত ২২টি সোনা, ১৬টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ পেয়ে চতুর্থ স্থানে আছে। প্রথম তিনটি দেশ হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ক্যানাডা।
শেষ দিনে চারটি সোনা জেতে ভারত। তিনটি সোনা এসেছে ব্যাডমিন্টন ও একটি টেবিল টেনিস থেকে। ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু সোনা পেয়েছেন।
কলকাতার পাশে হাওড়ার পাঁচলায় দেউলপুর গ্রামে অচিন্ত্যর বাড়ি। গরিব গ্রামের অতি গরিব পরিবারের ছেলে। এমন পরিবার যাদের মাসের আয় হাজার তিন-চার টাকা। জরাজীর্ণ বাড়ি। টালির ছাদ। প্রতিদিনের খাবার জোগাড় করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেখান থেকে উঠে এসেছে এই চ্যাম্পিয়ন।